1. admin@baghasylhet.com : admin :
তোর ডায়রীর পাতা জুড়ে কার নামের কবিতা - দৈনিক বাঘা সিলেট
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান আওয়ামী লীগের পাঁচ নেতা গোলাপগঞ্জে বাঘায় শিশুকে বলৎকার করে ভিডিও ফেইসবুকে : ঘটনা ধামাচাপার চেষ্টা গোলাপগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে যুবক আ.ট.ক, অ.র্থ.দ.ন্ড বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। ৮০ হাজার টাকায় ২ সন্তানকে বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি রাজাগঞ্জে নাজিম হত্যার রহস্য উদ্ঘাটন গোয়াইনঘাটে খুনের ঘটনায় মূল আসামিসহ আটক ১২ গোয়ানইঘাটে যুবককে জবাই করে হত্যা : ঘরে আগুন গোলাপগঞ্জে বিজিএফ এর চাল নিয়ে চালবাজি। দায়সারা বক্তব্য ইউএনও এর টানা তাপদাহে বিপর্যস্ত সিলেটের জনজীবন পটুয়াখালীর দুমকীতে পারিবারিক বিরোধে কুপিয়ে জখম রাজাগঞ্জে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ উদ্ধার সিলেটে ৩ মাসের জন্য স্থগিত কিস্তি আদায় কোরবানির এক টুকরো মাংস জোটেনি যে গ্রামে ঈদে আশানুরূপ পর্যটক নেই সাদা পাথরে, হতাশ ব্যবসায়ীরা

তোর ডায়রীর পাতা জুড়ে কার নামের কবিতা

  • আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

 

Beiman Lyrics in Bengali
তোর ডায়রীর পাতা জুড়ে
কার নামে কবিতা
ডায়রীর ভাঁজে ঐ যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুই ও দেখি
খুব হাসিতেই মাতিস
যে তোর ঐ হাসির কারন
তাঁর খবর কি রাখিস ?

তোর ডায়রীর পাতা জুড়ে
কার নামে কবিতা
ডায়রীর ভাঁজে ঐ যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুই ও দেখি
খুব হাসিতেই মাতিস
যে তোর ঐ হাসির কারন
তাঁর খবর কি রাখিস ?

যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানে টা
সেই খাঁচাটা ছাইড়া যাইতেও
কষ্ট পাইলি না ?
যেই ছেলেটার হাসির মাঝে
কষ্ট লুকাইতিস
সেই ছেলেটাই একলা কাঁদে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারি না।
ভুলতে পারি না রে বেইমান ভুলতে পারি না

তোর মুখটা মায়া জানে ভুলতে পারি না
কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে ?
সে কি তোরে আমার চেয়েও বেশি হাসায় রে ?
কার মুখটা আমার চেয়েও
বেশি মায়ায় বাঁধে ?
তুই কাঁদলে সে মুখটাও কি
তোর সাথেই কাঁদে ?

যেই আকাশে আমার সাথে তাঁরা তুই গুনতি
সেই আকাশে মেঘ জমাইতেও
একবার না ভাবলি।
যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা
সেই শহরে ধুলো জমে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি ফিরা আইলি না।
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারি না।
ভুলতে পারি না রে বেইমান,ভুলতে পারি না।
তোর মুখটা মায়া জানে ভুলতে পারি না।

আমি না হয় স্পষ্ট ভাবে নষ্ট হয়েছি
তুই তো খুব ভাল মেয়ে দিলি কেন ফাঁকি ?
কই হারালি কার অভিনয়ের ছলে ?
তিন সত্যির পরেও আমি মিথ্যা ছিলাম রে।
ডায়রীর পাতায় জমছে ধুলো,জমতে থাকুক না
আমার দেওয়া গোলাপটা তুই,নষ্ট করিস না।
অতীত হলাম, নতুন এলো,তোর বারান্দায়।
তোর মতো তো নই রে আমি
কষ্ট জমে তাই।

উইড়া গেলি, ভুইলা গেলি,ফিরা আইলি না।
তোর মুখটা মায়ায় ভরা,ভুলতে পারি না।
ভুলতে পারি না রে বেঈমান
ভুলতে পারি না।
তোর মুখটা মায়া জানে
ভুলতে পারি না।

তোর ডায়রীর পাতা জুড়ে
কার নামে কবিতা
ডায়রীর ভাঁজে ঐ যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুই ও দেখি
খুব হাসিতেই মাতিস
যে তোর ঐ হাসির কারন
তাঁর খবর কি রাখিস ?

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Bagha Sylhet
Theme Customized By Shakil IT Park